Ajker Patrika
হোম > শিক্ষা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের চিকিৎসকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ আগস্ট) ইউএস-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ, ডা. এনায়েত করিম ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথচলার ইতিহাস তুলে ধরে সকল চিকিৎসকে চিকিৎসকদের কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ে তোলার পরামর্শ দেন।

চিকিৎসকের মতো মহান পেশাকে সমুন্নত রাখার পরামর্শ দিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আজিজুল ইসলাম বলেন, চিকিৎসা পেশা মানবের তরে, মানবের কল্যাণে। অসুস্থ, দুস্থ রোগীরা যেন চিকিৎসকের স্পর্শে মানবিকতার ছোঁয়া পায় সেদিকে সব সময় খেয়াল রাখতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন শামীম রেজা ও হুমাইরা ফেরদৌসি প্রিয়া। ইন্টার্ন চিকিৎসকেরা তাদের আবেগঘন স্মৃতিচারণ করে ইউএস-বাংলা মেডিকেল কলেজের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। 

উল্লেখ্য ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস কোর্সের পথ চলা শুরু হয়। অনুষ্ঠানটির বৈজ্ঞানিক সহযোগী ছিলেন জেনারেল ফার্মাসিউটিক্যালস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের অধ্যাপক রেজা কোরেশী, সাদেক হাসান, রওশন আরা খানম, তাইফুল আলম এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস

এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ১৬ মার্চ

ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.২)

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা