হোম > শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে নতুন করে পরীক্ষার অনুমতি দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি রাজিক আল জলিল ও তামান্না রহমান খালিদির বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। এর ফলে এই ‘গ’ ইউনিটে নতুন করে এমসিউকিউ পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে এসে বলেছে তাদের যেন পারমিশন দেওয়া হয় ৬০ মার্কসের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে। ছাত্ররা তাদের রিট প্রত্যাহার করে নিয়েছেন। ঢাবি কর্তৃপক্ষেকে আদেশ দিয়েছেন, ফ্রেশ পরীক্ষা নেওয়ার জন্য। আশা করি, এক মাসের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ তবে কেবল যাঁরা বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে এসেছেন, তাঁরাই এই পরীক্ষা দিতে হবে বলে জানান তিনি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর প্রশ্নে ভুল থাকায় পুনরায় পরীক্ষা চেয়ে উপাচার্য বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় তিনি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ হাইকোর্ট ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এরপর ঢাবি কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি আদালতকে জানানো হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)