Ajker Patrika
হোম > শিক্ষা

তাইওয়ানে কেএমইউ বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক

তাইওয়ানে কেএমইউ বিশ্ববিদ্যালয় বৃত্তি
কেএমইউ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

তাইওয়ানে (কেএমইউ) বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের মেডিকেল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডির অর্জনের সুযোগ পাবেন। তাইওয়ানের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।

কেএমইউ বিশ্ববিদ্যালয় ১৯৫৪ সালে কাওশিউং শহরে প্রতিষ্ঠিত হয়। শহরটির সাবেক মেয়র চেন চি-চুয়ান এবং তাইওয়ানের চিকিৎসাবিজ্ঞানের প্রথম পিএইচডি গবেষক তু সুং-মিং-এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ১৯৯৯ সালের আগস্টে তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কাওশিউং মেডিকেল কলেজকে কাওশিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

সুযোগ-সুবিধা

তাইওয়ানের এ বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির কাওশিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়। কেএমইউ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও একাধিক বৃত্তি অফার করে থাকে। এগুলোর মধ্যে রয়েছে তাইওয়ান ফেলোশিপ এবং বৃত্তি, পেই-ইং স্কলারশিপ ও তাইওয়ান আইসিডিএফ বৃত্তি।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিসিন, স্পোর্টস মেডিসিন বিভাগ, ডেন্টাল স্কুল, মৌখিক স্বাস্থ্যবিধি বিভাগ, ফার্মেসি স্কুল, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও জৈবপ্রযুক্তি বিভাগ।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

কেএমইউ বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদন করতে বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। এগুলোর মধ্যে অনলাইন আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, আর্থিক বিবৃতি, চায়নিজ অথবা ইংরেজি ভাষায় একটি স্টাডি প্ল্যান ও ভাষা দক্ষতার সনদ।

আবেদনের যোগ্যতা

চীন ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্নাতক বা উচ্চতর ডিগ্রির সনদ দেখাতে হবে। আর পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে প্রার্থীদের স্নাতকোত্তরের সনদ দেখাতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ও বৃত্তি সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫।

আইইউবি থিয়েটারের আয়োজনে শেষ হলো দুদিনের বৈশাখী নাট্যোৎসব

যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায় বৃত্তি

১৫ জিলা স্কুলের প্রাক্তনদের প্রথম মিলনমেলা

বুয়েটে আই ক্যাম্পের উদ্বোধন

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশ কতটা প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে বসেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাড়ছে

তেজগাঁও কলেজ স্মৃতির উঠানে প্রথম পুনর্মিলনী

ভাষা দক্ষতার আন্তর্জাতিক মঞ্চে বাংলার শিশুরা

রোটারি স্কলারশিপে স্বপ্নপূরণ