নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে (শুক্রবার) শুরু হবে। চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
আজ মঙ্গলবার বাউবির ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও জনসংযোগ) ড. আ ফ ম মেজবাহ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হবে। সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬১২ জন।
আরও বলা হয়, এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।