হোম > শিক্ষা

অনলাইনে পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখার ৭ উপায়

মুসাররাত আবির

বর্তমানে প্রায় সময়েই শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হয়। তা ছাড়া অনলাইনের বিভিন্ন রিসোর্স থেকে হরহামেশাই পড়াশোনা করা যায়। কিন্তু অনলাইনে পড়াশোনার অন্যতম প্রতিবন্ধকতা হলো মনোযোগ ধরে রাখা। কারণ, ক্লাস করতে গিয়ে দেখা যায় অনেকেই অন্যমনস্ক হয়ে যান, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকেন। তাই আজ থাকছে অনলাইনে পড়াশোনা করার ৭টি উপায় নিয়ে আলোচনা। 

আপনি যখন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো বন্ধ করে দেবেন, তখন আর মনোযোগ হারাবেন না। মনে করুন, আপনি জুমে ক্লাস করবেন। ক্লাস শুরুর ৫ মিনিট আগে সব সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করে দিন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, পড়াশোনা-সংক্রান্ত নয়—এমন সব সাইট বা অ্যাপ বন্ধ করে লেকচার বা স্লাইডের দিকে মনোযোগ দিন। 

নির্দিষ্ট সময়ে ফোন রাখুন
পড়াশোনার সময় প্রায়ই ফোনটা ব্যবহার করার জন্য হাত নিশপিশ করতে থাকে। এ ক্ষেত্রে ক্লাস করার আগে সব সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করলে হয়তো বাড়তি ঝামেলায় পড়তে হতে পারে। তাই এ ঝক্কি এড়াতে কিছু অ্যাপ দিনের একটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে পারেন। এমন অনেক অ্যাপ আছে, যেগুলো ব্যবহারের পর নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করা যায়। যেমন কিছু কিছু অ্যাপ আপনার সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে টাইমার যুক্ত করে দেয়। ধরা যাক, আপনি ঠিক করলেন আজকে সব মিলিয়ে ১ ঘণ্টা ফেসবুক চালাবেন। তাই যখনই ১ ঘণ্টা হয়ে যাবে, তখনই ওই দিনের জন্য সেই অ্যাপটি আর ওপেন হবে না। 

ফোন বন্ধ করে দিন
এত কিছু করেও যদি আসক্তি কমাতে না পারেন, তাহলে ডেস্কটপে পড়ুন এবং এ সময় ফোন বন্ধ করে দিন বা অন্য ঘরে রেখে আসুন। তাহলে যতবারই ফোন চালু করার জন্য হাতে নেবেন বা চেয়ার ছেড়ে উঠে অন্য ঘর থেকে ফোন আনতে যাবেন, ততবারই আপনার পড়ার কথা মনে হবে। 

ক্যালেন্ডার তৈরি করুন
দিনের কোন সময়ে ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করবেন, সেটি ঠিক করার জন্য একটি ক্যালেন্ডার বানিয়ে ফেলুন। প্রথমে হয়তো বুঝতে পারবেন না যে কোন সময়টা নেওয়া উচিত, সে ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরর মেথড কাজে লাগাতে পারেন। যেমন আপনার ক্লাস যদি সকাল ১০টায় শুরু হয়, তাহলে ৯:৩০-এ ২০ মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। একটানা অনলাইন ক্লাসের মাঝে যদি ১৫-২০ মিনিটের ব্রেক থাকে, তাহলে ১০-১৫ মিনিটের জন্য ফোন ব্যবহার করতে পারেন। 

সময় কোথায় খরচ হচ্ছে
সবার ফোনের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ বলে একটা অপশন আছে। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন ঠিক কোন অ্যাপে আপনার কত বেশি সময় যাচ্ছে। যেসব অপ্রয়োজনীয় অ্যাপ বেশি ব্যবহার করছেন, সেগুলোর ব্যবহার কীভাবে কমানো যায়, সে জন্য ওপরের ধাপগুলো থেকে আইডিয়া নিতে পারেন। 

একসঙ্গে একাধিক কাজ করবেন না
অনলাইন ক্লাসে যেহেতু টিচাররা আমাদের দেখতে পান না, সে জন্য দেখা যায় যে হয়তো স্ট্যাটিস্টিকস ক্লাস হচ্ছে, আপনি শুনছেনও লেকচার, কিন্তু নোট করছেন ইকোনমিকসের কোনো চ্যাপ্টার। এভাবে পড়াশোনা করলে আসলে কিছুই মনে থাকবে না। তাই যা-ই করবেন, মনোযোগ একটা দিকে রেখেই করবেন। 

মনোযোগ অন্যদিকে নিয়ে যান
ক্লাস বা পড়ার মাঝে বিরতি নিতে চাইলে কেন ফোনই ধরতে হবে? চাইলে তো অন্য কিছুও করা যায়। এই যেমন, এক রুম থেকে আরেক রুমে হেঁটে আসতে পারেন। কোনো বইয়ের ৪-৫ পাতা পড়ে ফেলতে পারেন বা দু-একটা গানই শুনে ফেলুন। সব সময় সোশ্যাল মিডিয়ায় বুঁদ না হয়ে মনোযোগ অন্যদিকে নেওয়াটাই শ্রেয়। 

সূত্র: ইট ইওর ক্যারিয়ার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা

মেডিকেলে দেশসেরা হলেন যাঁরা

৮ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

চবির ভর্তি আবেদন শেষ হচ্ছে ২০ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

সেকশন