Ajker Patrika
হোম > শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ১২ মে রোববার প্রকাশিত হবে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফল এবং ফলের পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় তিনি ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি সাপেক্ষে চলতি মাসের ১২ মে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।  

গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। 

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

বিইউবিটির ষষ্ঠ সমাবর্তন সফলভাবে অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তন অনুষ্ঠিত

ভর্তি আবেদনের সময় বাড়াল কুবি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক

একুশে পদকপ্রাপ্ত অভ্রর সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও সিসিএন ইউনিভার্সিটিতে নবীনবরণ

একাডেমিক গবেষণাপত্র কোথায় খুঁজবেন

তুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটি বৃত্তি

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাঠকবন্ধুর উদ্যোগ