বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজন/লাউসেন/লুসানে (ইউএনআইএল)। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরাও এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
১৫৩৭ সালে সুইজারল্যান্ডের লুজন শহরে প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্বের একটি স্কুল হিসেবে যাত্রা শুরু করে দি ইউনিভার্সিটি অব লুজন। এরপর ১৮৯০ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এটি সুইজারল্যান্ডের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি। এ বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ হাজার ৫০০ বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করেন।
সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। রয়েছে আবাসন সুবিধার ব্যবস্থাও। প্রতি মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশি টাকায় ২ লাখ ১৮ হাজার ৬২৭ টাকা) দেওয়া হবে। এ ছাড়া অন্য সব খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই (বছরে ১০ মাস) পর্যন্ত মাস্টার্সের পুরো সময়ে এ স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
ইউএনআইএলে মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে এখানে স্নাতকের সমমান একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে। ভালো একাডেমিক ফল থাকতে হবে। ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে বি-২ (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার জ্ঞান থাকতে হবে। নতুন শিক্ষার্থী হতে হবে।
ইউএনআইএলে মাস্টার্স প্রোগ্রামগুলো
স্কুল অব মেডিসিন, আইন, ফৌজদারি আইন এবং ম্যাজিস্ট্রেসি বিশেষজ্ঞ, শারীরিক এবং ক্রীড়া শিক্ষাবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, টেকসই ব্যবস্থাপনা ও প্রযুক্তি।
বয়সসীমা: মাস্টার্সে স্কলারশিপের জন্য আবেদন করার কোনো বয়সসীমা নেই।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৪।