অনলাইন ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি কমিটির অফিশিয়াল ওয়েবসাইটের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এর আগে, ২৫ অক্টোবর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট আসন ৩ হাজার ৭১৮টি, আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসাবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়েবেন প্রায় ২০ জন পরীক্ষার্থী। ফল প্রকাশের পর প্রাথমিক ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। সশরীরে ভর্তি-প্রক্রিয়া চলবে আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।