Ajker Patrika
হোম > শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে নতুন উপ-উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে নতুন উপ-উপাচার্য 

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। এর আগে ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩২ (১) অনুযায়ী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের এই অধ্যাপককে ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষাজীবনে ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ১৭টি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অন্তত ৩৫টি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন তিনি। তাঁর প্রকাশিত বইয়ের নাম ‘চ্যানেল এস্টিমেশন অব ওয়্যারলেস চ্যানেলস: ইফেক্ট অন দ্য পারফরম্যান্স অব মাল্টিক্যারিয়ার অ্যান্ড মিমো সিস্টেমস’।

নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সবার সহযোগিতায় গ্রিন ইউনিভার্সিটিকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

এদিকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন।

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সাত কলেজ পরিচালিত হবে যেভাবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে