উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ কানাডা। দেশটির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ট্রেন্ট ইউনিভার্সিটি ২০২৫ সালে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ দিচ্ছে। এ প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
ট্রেন্ট ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের বৃত্তি দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—
■ ট্রেন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল সিটিজেনস স্কলারশিপ: ২,০০০-২৫,০০০ মার্কিন ডলার (প্রায় ২,২০,০০০-২৭,৫০,০০০ টাকা)
■ ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ স্কলারশিপ: ২৫,০০০ ডলার (প্রায় ২৭,৫০,০০০ টাকা)।
■ জাস্টিন চিউ ইন্টারন্যাশনাল স্কলারশিপ: ৩,০০০-১৫,০০০ ডলার (প্রায় ৩,৩০,০০০- ১৬,৫০,০০০ টাকা)
■ শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সহায়তা দেবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
অ্যাকাউন্টিং, ফলিত কৃষি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, ব্যবসা ও বিজ্ঞান, জীববিদ্যা, নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্ব, রসায়ন, কলা ও বিজ্ঞান, ব্যবসায়িক যোগাযোগ
আবেদনের যোগ্যতা
■ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
■ স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডিতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
প্রয়োজনীয় নথি
■ পূর্ণাঙ্গ সিভি
■ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
■ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL)
■ পাসপোর্টের কপি
■ সুপারিশপত্র (যদি প্রয়োজন হয়)
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা ট্রেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি অনলাইনে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ জানুয়ারি ২০২৫