প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেছেন, ‘এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। এদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।’
আজ সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জাতির জন্য ভিতস্বরূপ। কারণ বাচ্চারা প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু তার ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু খুব দুঃখজনক হলো, আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতটুকু কার্যকরী হয় না, যেমনটা করা উচিত তেমনটা করা হয় না।’
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।