জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দক্ষিণ এশিয়াবিষয়ক স্কলার হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকেই অনাবাসিক স্কলার হিসেবে কেমব্রিজে ড. মোহাম্মদ তারিকুল ইসলামের মেয়াদকাল শুরু হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক স্কলার হিসেবে নিয়োগ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘তারিকুল ইসলামের নিয়োগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিতবোধ করছে। আশা করি, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবেন।’