হোম > শিক্ষা

সম্পূর্ণ অর্থায়িত ইরাসমাস মুন্ডাস বৃত্তি

শিক্ষা ডেস্ক

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। এ স্কলারশিপ ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। ১৯৮৭ সালে শুরু হওয়া এ বৃত্তি বিগত বছরগুলোতে শিক্ষার্থী ও গবেষকদের ব্যাপক আকৃষ্ট করেছে। 

বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদ স্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ বৃত্তির চার সেমিস্টার ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে।

সুযোগ-সুবিধা
ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। থাকছে বিমার সুযোগ। এ ছাড়া ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো (১ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা) দেওয়া হবে।

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়
পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি)।

প্রোগ্রামের ধরন
প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পাঠদান করা হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএসসির শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি
ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫-এর জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা বৃত্তিটির অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের শেষ সময়
৩১ ডিসেম্বর ২০২৪।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন