সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের নব্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। ৪ বছর মেয়াদে দায়িত্ব প্রাপ্ত নতুন উপ-উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ৩৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে ৪ বছর মেয়াদে গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া এ পদে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও গ্রহণ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।’
অধ্যাপক ড. মো. আবুল হোসেন এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।