হোম > শিক্ষা

শিক্ষার্থীদের জন্য লিংকডইনের ব্যবহার

মুসাররাত আবির

পেশাজীবীদের জন্য সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত লিংকডইন। এখন এ মাধ্যম শুধু পেশাজীবী নয়, শিক্ষার্থীরাও ব্যবহার করছেন। এর কারণ হলো, বাইরের অনেক দেশে ভার্চুয়াল ইন্টার্নশিপ করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনি দেশে বসে কানাডার শীর্ষস্থানীয় কোনো এজেন্সিতে ইন্টার্নশিপ, পাশাপাশি চাকরিও করতে পারবেন। আর চাকরির আবেদনের জন্য একটি পরিপাটি লিংকডইন অ্যাকাউন্ট থাকা চাই। 

বর্তমানে নিয়োগকর্তারা প্রার্থীর লিংকডইন তথ্যকে মূল্যায়ন করে থাকেন। লিংকডইন ভার্চুয়াল সিভি হিসেবেও কাজ করে। কীভাবে লিংকডইন অ্যাকাউন্টটা গোছানো যায়, তা নিয়ে থাকছে আজকের আলোচনা।

হেডলাইন
প্রোফাইলে ঢুকে সবার আগে নিয়োগকর্তা যে বিষয়টি দেখবেন, সেটি হলো আপনার হেডলাইন। মাত্র ১২০ ক্যারেক্টরের মধ্যে আপনার সম্পর্কে কিছু কথা তুলে ধরতে হবে, সেটি হতে পারে আপনি কোন বিষয়ে স্নাতক করছেন, কোন জায়গায় ইন্টার্ন করছেন কিংবা কোন পদে চাকরি করছেন বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে। যদিও লিংকডইন আপনার প্রোফাইলে দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করে দেয়, তবে আপনি চাইলে নিজেও সম্পাদন করে নিতে পারবেন। উদাহরণ: ‘Aspiring Java Software Developer. Seeking Entry-Level Programming Position. Experience with JavaScript and Python.’ এতটুকু দেখলেই নিয়োগকর্তা বুঝে যাবেন, আপনি কোন কোন বিষয়ে পারদর্শী।

সারসংক্ষেপ
লিংকডইন প্রোফাইলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সারসংক্ষেপ। এটি এমনভাবে লিখতে হবে, যাতে নিয়োগকর্তা পড়ে বুঝতে পারেন, আপনাকে কেন নিয়োগ দেওয়া উচিত। এটি অনেকটা সিভির কভার লেটারের মতো। কেন আপনি আর পাঁচজন প্রার্থীর চেয়ে বেশি যোগ্য, আপনার কী কী দক্ষতা আছে, কোনো অভিজ্ঞতা আছে কি নেই, আপনি কোন কোন সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত ইত্যাদি এখানে লিখতে হবে। লেখার সময় খেয়াল রাখতে হবে, যাতে কোনো বানান ভুল না থাকে এবং ব্যাকরণ বা বাক্য গঠন যাতে ঠিকঠাক হয়।

অভিজ্ঞতা
আপনার যদি আগে কোনো চাকরি বা ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেগুলো এই সেকশনে যুক্ত করুন। ভালো হয়, আগে যেসব জায়গায় কাজ করেছেন, সেখানকার কাউকে দিয়ে রেকমেন্ডেশন লেটার লিখিয়ে নেওয়া কিংবা স্কিলগুলো এন্ডোরসড বা অনুমোদন করা। অর্থাৎ আপনি যদি কোথাও কপিরাইটার হিসেবে কাজ করে থাকেন, তাহলে সেই অফিসের কাউকে দিয়ে এই স্কিলটি এন্ডোরসড করার অর্থ হলো, আপনার আসলেই এই স্কিলটি ছিল এবং আপনি মিথ্যা কথা বলছেন না।

অন্যান্য
এরপর লিংকডইনের অন্যান্য সেকশনও পূরণ করে ফেলুন। এখনো স্নাতক সম্পন্ন না হলে, কোন সালে স্নাতক করবেন সেটি যুক্ত করুন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের নাম সংযুক্ত করতে ভুলবেন না। নিজের একটা ফরমাল ছবিও প্রোফাইলে দিয়ে রাখুন।

নেটওয়ার্কিং
নিজের নেটওয়ার্কিং কেবল বন্ধু বা সহপাঠীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষক, অ্যাকাডেমিক অ্যাডভাইজার কিংবা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দিকেও বাড়িয়ে দিন। আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরের মানুষের সঙ্গে সংযুক্ত থাকলে ক্যারিয়ার-সংক্রান্ত যেকোনো কিছু নিয়ে আলোচনার সুযোগ তো থাকছেই, সেই সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলে তাঁরা আপনাকে রেকমেন্ডেশন লেটারও লিখে দিতে পারেন। ইন্ডাস্ট্রি লিডারদের ফলো করার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কী ঘটছে, সে সম্পর্কে আপনি নিয়মিত অবগত থাকতে পারবেন।  

ইন্টার্নশিপ বা চাকরি
প্রোফাইল তো তৈরি, এবার আপনি যেসব জায়গায় কাজ করতে চান, সেই পেজগুলো ফলো করুন। তারা যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে, তখন আপনার কাছে সেই নোটিফিকেশন চলে আসবে। এ ছাড়া লিংকডইনের জব সেকশনে গিয়ে আপনি যে পদে কাজ করতে চান, সেটা লিখে সার্চ দিলে সে-সংক্রান্ত অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সামনে চলে আসবে। সেখানে রিমোট জব নির্বাচন করার উপায়ও আছে।

নিয়মিত পোস্ট করুন
নিয়মিত পোস্ট করার মানে কিন্তু এই নয়, নিজের ফেসবুকে যা পোস্ট করেন, তাই এখানে পোস্ট করবেন! যেহেতু লিংকডইন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম, তাই এখানে ক্যারিয়ার বা স্কিল আপডেট দিতে পারেন। ধরা যাক, কোনো একটা কোর্সের জন্য আপনার ইন্ডাস্ট্রি ভিজিটে যেতে হয়েছে। তো সেখানে গিয়ে আপনি কী কী শিখেছেন, তা লিখতে পারেন। কিংবা আপনার বিশ্ববিদ্যালয়ের ক্লাবের হয়ে কোন ইভেন্টের আয়োজন করেছেন, সেটার অভিজ্ঞতা পোস্ট করতে পারেন। এমনকি কোনো নতুন স্কিল শিখে থাকলে, সেই স্কিল কীভাবে শিখেছেন, শেখার পর কোন কোন প্রজেক্ট করেছেন, তা-ও শেয়ার করতে পারেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি: ১ম পর্ব

ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি

আইইএলটিএসলিসেনিং (পর্ব-৩.১)

প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

মাধবপুরের প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের হাওয়া

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

সেকশন