বই আলোচনা প্রতিযোগিতার আয়োজন করেছে উজান প্রকাশন। সেরা আলোচক পুরস্কার হিসেবে পাবেন ২০ হাজার টাকা।
প্রকাশনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় দুটি বইয়ের আলোচনা আহ্বান করা হয়েছে। ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ বই নিয়ে হবে এই আলোচনা। আলোচনাগুলো বাছাই করবেন দেশের উল্লেখযোগ্য কবি, সাহিত্যিক ও অনুবাদকদের সমন্বয়ে গঠিত বিচারক কমিটি।
আলোচনায় সর্বোচ্চ পুরস্কার হিসেবে থাকছে ২০ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা থাকছে। প্রতিযোগিতায় নির্বাচিত সর্বোচ্চ ১০ আলোচকের প্রত্যেককে দেওয়া হবে ৫ হাজার টাকা মূল্যমানের বই।