Ajker Patrika
হোম > শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপ

আবিদা সুলতানা শামীমা

বিদেশে উচ্চশিক্ষা: মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপ

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইরাকের মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও ইরাকের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজধানী বাগদাদে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ৪৬৫টি স্কলারশিপ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য এই স্কলারশিপের বিভিন্ন দিক তুলে ধরা হলো।

বৃত্তির সংখ্যা
বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিভাগে ৪৬৫টি স্কলারশিপ দিচ্ছে সে দেশের সরকার। এর মধ্যে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য ২৬৫টি, স্নাতকোত্তরে (এমএসসি) ১২৪টি এবং পিএইচডিতে ৭৬টি স্কলারশিপ দেবে মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। 

যাদের জন্য স্কলারশিপ 
অনুমোদিত শিক্ষার্থীরা টিউশন ফিসহ পূর্ণ স্কলারশিপ পাবে। তবে এই স্কলারশিপ ইরাকের অধিবাসী বা প্রবাসীদের মধ্যে যাঁরা ইরাক সরকারের অধীনে কর্মরত, তাঁদের জন্য প্রযোজ্য নয়। 

স্কলারশিপের সময়সীমা

  • পিএইচডি প্রোগ্রাম হবে ৩৬ মাস অথবা ন্যূনতম ৩০ মাস। এই গবেষণা প্রোগ্রামে থাকবে দুটি সেমিস্টার।
  • স্নাতকোত্তরে (এমএসসি) সময়সীমা ২৪ মাস অথবা ন্যূনতম ১৮ মাস। থাকবে দুটি সেমিস্টার।
  • স্নাতকের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিভাগ ছাড়া অন্য সব বিভাগের অধ্যয়নের সময় হবে চার বছর।
  • তবে ব্যতিক্রম বিভাগগুলোর মধ্যে মেডিসিনের জন্য অধ্যয়নের সময়সীমা ছয় বছর, ডেন্টিস্ট্রি পাঁচ বছর, ফার্মাসি পাঁচ বছর এবং স্থাপত্যবিদ্যায় পাঁচ বছর।  

প্রার্থীর বয়সসীমা 
স্কলারশিপপ্রত্যাশী শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কোনোভাবেই ৩০ বছর অতিক্রম করতে পারবে না। 

আবশ্যিক বিষয়াবলি 
স্কলারশিপটি পেতে হলে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে। এর মধ্যে মেডিসিনে ৮৫ শতাংশ থাকতে হবে। ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ শতাংশ এবং ফার্মাসিতে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যান্য বিজ্ঞানবিষয়ক এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

গ্র্যাজুয়েশনের প্রয়োজনীয় শর্ত

  • শিক্ষার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশনের শর্তাবলি এবং মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের নীতিমালা মানতে হবে।
  • স্কলারশিপ নিতে আগ্রহী শিক্ষার্থীকে এমএসসি প্রোগ্রামের জন্য স্বনামধন্য প্রকাশনায় অবশ্যই একটি পাণ্ডুলিপি এবং কমপক্ষে দুটি প্রকাশনাসহ (পাণ্ডুলিপি) প্রবন্ধ স্কোপাস অথবা ক্ল্যারিভেট থাকতে হবে।
  • শিক্ষার্থীকে তাঁর মাধ্যমিকের স্কোর ও গ্রেড কনভার্ট করা এবং সরকারি সংস্থার মাধ্যমে স্ট্যাম্পড করে নেওয়ার দায়িত্ব নিতে হবে।
  • শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি স্কলারশিপ চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
  • কেউ একের অধিক বিষয়ে আবেদন করতে পারবেন না, করলে তাঁর আবেদনপত্রটি বাতিল করা হবে।
  • অনুমোদিত শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় আবেদনের জন্য মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে—এই মর্মে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হবে।
  • ভিসা ও আবাসন অনুমোদনের ব্যবস্থা শিক্ষার্থীদের করতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রি ভিসা ফি, আবাসনের ব্যবস্থা, বিমানের টিকিট বা অন্য কোনো আর্থিক খরচ বহন করা হবে না।
  • শিক্ষার্থীকে অবশ্যই নিজ দেশের ইরাক দূতাবাস থেকে এন্ট্রি ভিসা ও আবাসনের জন্য আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরাকের দূতাবাস অথবা নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো প্রত্যায়িত হতে হবে।
  • ১ অক্টোবর ২০২৩ থেকে শুরু করে দুই বছর মেয়াদি পাসপোর্ট থাকতে হবে।
  • যে বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, সেই বিষয়য়ে দুজন অধ্যাপকের প্রশংসাপত্র নিতে হবে।  
  • আবাসনসহ অন্য যেসব কাগজপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইবে, সেগুলো জমা দিতে হবে।
  • স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং অনাপত্তিপত্র।
  • শিক্ষার্থীকে অবশ্যই একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। সেই চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ১৫ জুন ২০২৩।
  • স্কলারশিপের ফল প্রকাশ করা হবে ১৫ জুলাই ২০২৩।  

অফিশিয়াল ওয়েবসাইট
অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে এই (https://cc. uomustansiriyah.edu.iq/scholarship) লিংকে প্রবেশ করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই (https:// www.shed.gov.bd/site/view/scholarship) ওয়েবসাইটে। 

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সূত্র: ওয়েবসাইট

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু জরুরি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক

একুশে পদকপ্রাপ্ত অভ্রর সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও সিসিএন ইউনিভার্সিটিতে নবীনবরণ

একাডেমিক গবেষণাপত্র কোথায় খুঁজবেন

তুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটি বৃত্তি

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাঠকবন্ধুর উদ্যোগ

ফাইনালে স্টামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন এআইইউবি

ইবিতে নবীন বন্ধুদের বরণ ও কর্মশালা