জীববিজ্ঞান: পরীক্ষার সময় কম। তাই জীববিজ্ঞানে উত্তর করে সময় বাঁচানোর পাশাপাশি বেশি নম্বরও তুলতে হবে। পাঠ্যবই হিসেবে এইচএসসি পর্যায়ের জীববিজ্ঞান প্রথমপত্রের জন্য আবুল হাসানের বই ও দ্বিতীয়পত্রের জন্য গাজী আজমলের বই পড়তে পারেন।
রসায়ন: রসায়নের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। বিগত বছরগুলোতে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন এসেছে। তাই এ বিষয়ে ভালো করার জন্য পাঠ্যবইয়ের ওপর দক্ষতা বাড়াতে হবে। পাঠ্যবই হিসেবে এইচএসসি পর্যায়ের রসায়ন প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের জন্য হাজারী নাগের বই বেশ সহায়ক।
পদার্থ বিজ্ঞান: কৃষির পদার্থবিজ্ঞানে প্রায় সবই অঙ্ক আসবে, থিওরি থেকে আসবে ২ থেকে ৩টি প্রশ্ন। এ বিষয়ের জন্য একক, মাত্রা ভালো করে জানতে হবে। পাঠ্যবই হিসেবে পড়তে পারেন এইচএসসি পর্যায়ের পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্রের জন্য আমির হোসেনের বই।
গণিত: গণিতের সূত্রগুলোর ওপর ভালো আয়ত্ত রাখতে হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সব হিসেব হাতেই করার অভ্যাস তৈরি করতে হবে। পাঠ্যবই হিসেবে চর্চা করতে পারেন এইচএসসি পর্যায়ের এস ইউ আহমেদের উচ্চতর গণিত বই।
ইংরেজি: ইংরেজির জন্য vocabulary, synonym, antonym, preposition, article–এই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। এ বিষয়ে ভালো নম্বর অর্জনের জন্য এইচএসসি পর্যায়ের এপেক্স বা মাস্টার বই অনুসরণ করা যেতে পারে।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার