ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণা অভিসন্দর্ভে (থিসিস) চৌর্যবৃত্তির অভিযোগ তদন্তে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে প্রধান করে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরের পিএইচডি গবেষণা থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এ বিষয়ে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনাল গঠনের তথ্য জানানো হয়।