Ajker Patrika
হোম > শিক্ষা

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তি

শিক্ষা ডেস্ক

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তি

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। দেশটি জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী। উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত এ দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন।

দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে (এমইউ) উচ্চশিক্ষার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির এ স্কলারশিপের আওতায় কোনো টিউশন ফি লাগবে না শিক্ষার্থীদের।

সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে ২৫ মাসের প্রোগ্রামে ৩০,৬২৫ ইউরো (বাংলাদেশি টাকায় ৪০ লাখ ৩ হাজার ২৪৮ টাকা) দেওয়া হবে। ১৩ মাসের প্রোগ্রামে ১৫,৯২৫ ইউরো (বাংলাদেশি টাকায় ২০ লাখ ৮১ হাজার ৬৭০ টাকা) দেওয়া হবে। দেওয়া হবে সম্পূর্ণ টিউশন ফি। এ ছাড়া থাকছে স্বাস্থ্যবিমার ব্যবস্থাও।

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই ২০২৫-২৬ সেশনে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে আবেদন করা যাবে না। সংশ্লিষ্ট প্রোগ্রামের আবেদনের প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয়তা আবেদনকারীকে পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ  লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন।

যোগ্য প্রার্থী নির্বাচন যেভাবে
এ বৃত্তির জন্য আবেদন করা প্রার্থীদের ৬ ধাপে নির্বাচন করা হবে। এর মধ্যে আগামী বছরের এপ্রিলের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। এরপর অন্যান্য বাছাইপ্রক্রিয়া শেষে প্রাক-একাডেমিক প্রশিক্ষণ ২০২৫ সালের আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি, ২০২৫।

আইইউবি থিয়েটারের আয়োজনে শেষ হলো দুদিনের বৈশাখী নাট্যোৎসব

যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায় বৃত্তি

১৫ জিলা স্কুলের প্রাক্তনদের প্রথম মিলনমেলা

বুয়েটে আই ক্যাম্পের উদ্বোধন

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশ কতটা প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে বসেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাড়ছে

তেজগাঁও কলেজ স্মৃতির উঠানে প্রথম পুনর্মিলনী

ভাষা দক্ষতার আন্তর্জাতিক মঞ্চে বাংলার শিশুরা

রোটারি স্কলারশিপে স্বপ্নপূরণ