হোম > শিক্ষা

চবির আরবি বিভাগের তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তিনজন সহকারী অধ্যাপক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁরা একই বিভাগের তিনজন শিক্ষকের অধীনে তাঁদের গবেষণা কাজ সম্পাদন করেন। 

বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেটে তাঁদের এ ডিগ্রি অনুমোদিত হয়। তিন সহকারী অধ্যাপক হলেন, মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও মুফতি হুমায়ুন কবির। 

মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী 'আব্দুর রহমান পাশা ও তাঁর সাহিত্যভাবনা' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং গ্রামের মাওলানা ছলিম উল্লাহর পুত্র। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধ ও অনূদিত গ্রন্থের সংখ্যা ১৭ টি।

মুহাম্মদ জুনাইদুল ইসলাম 'ইবনুর রুমীর জীবনী ও আরবি কাব্যে তার দৃষ্টিভঙ্গি' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরং গ্রামের মাওলানা মোজাফ্ফর আহমদ ও চেমন আরা বেগমের পুত্র। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

মুফতি হুমায়ুন কবির 'ইসলামি শরীয়ার আলোকে আধুনিক লেনদেন' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কক্সবাজারের নবগঠিত ইদগাহ উপজেলার মধ্যম পোকখালীর মৌলভি শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয় পুত্র। এই পর্যন্ত তাঁর ১৪টি অনুবাদ ও বই প্রকাশিত হয়েছে।

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক