করোনায় সেশন জট পুষিয়ে নিতে ছয় মাসের সেমিস্টার ৪ মাসে সম্পূর্ণ করার উদ্দেশ্যে সেমিস্টার পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারের প্রথম ও দ্বিতীয় শিফটের তাত্ত্বিক ক্লাস আগামী ১ আগস্ট হতে অনলাইনে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ সংযুক্ত নির্দেশনা ও সেমিস্টার পরিকল্পনা মোতাবেক নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সেমিস্টার পরিকল্পনায় দেখা গেছে, আগামী এক আগস্ট থেকে শুরু হওয়া এসব পর্বের পরীক্ষা আগামী নভেম্বর মাসে গ্রহণ করা হবে। সে হিসেবে ৪ মাসেই সেমিস্টার শেষ করবে কারিগরি শিক্ষা বোর্ড।