হোম > শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ–উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

শিক্ষা ডেস্ক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার নিয়োগ পেয়েছেন। 

২ অক্টোবর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অধ্যাপক ড. মো. বেলাল হোসেনকে উপ–উপাচার্য এবং অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারকে কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে। 

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার কিসমত চানেশ্বরী গ্রামের মৃত মো. নাজিম উদ্দীনের তৃতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং CEMB-TWAS থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ঢাকার সাভারের বোয়ালিয়াপাড়ার মৃত মো. হারুনূর রশিদের দ্বিতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)