ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার ৪৫তম জাতীয় অ্যাথলেটিকসে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণপদক জিতেছেন। আজ রোববার বিভাগীয় সূত্রে এ তথ্য জানা যায়। তামান্না আক্তার ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশ নিয়ে এই পদক পান।
জানা যায়, প্রতিযোগিতায় ওই শিক্ষার্থী বাংলাদেশ নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই পদক জয় করেন। এর মধ্যে দুটিতে স্বর্ণপদক ও একটিতে রৌপ্যপদক পেয়েছেন।