হোম > শিক্ষা

সিঙ্গাপুরে ২৪০ সরকারি বৃত্তি

শাহরিয়ার সিমন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তি দিচ্ছে সিঙ্গাপুর সরকার। স্নাতক সম্পন্নকারী গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটি অর্জনের জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম: পিএইচডি

অন্তর্ভুক্ত বিষয়
» বায়োমেডিকেল সায়েন্সেস

» ফিজিক্যাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

বৃত্তির সংখ্যা: ২৪০টি

অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস), নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এসটিইউ) বা দ্য সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)–বৃত্তির আওতায় শিক্ষার্থীরা গবেষণাকাজ করার জন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন করতে পারেন।

সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফিসহ চার বছর পর্যন্ত পিএইচডি অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। টিউশন ফি ও আর্থিক সহায়তার পাশাপাশি মাসিক উপবৃত্তি হিসেবে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার, সেটেলমেন্ট অ্যালাউন্স বা নিষ্পত্তি ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুরি ডলার ও বিমান ভাড়া হিসেবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা
» গবেষণা ও চমৎকার একাডেমিক ফলাফলের জন্য আগ্রহী সব আন্তর্জাতিক স্নাতকদের জন্য এই বৃত্তির সুযোগ উন্মুক্ত।

» ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় বিশেষ পারদর্শী তথা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

» অ্যাকাডেমিক রেফারেন্স প্রদানকারীদের কাছ থেকে ভালো রিপোর্ট।

আবেদনের প্রক্রিয়া
সিঙ্গাপুরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৪।

সূত্র: এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ ওয়েবসাইট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন