হোম > শিক্ষা

সুইজারল্যান্ডে ইটিএইচ জুরিখ এক্সিলেন্স বৃত্তি

শিক্ষা ডেস্ক

শিক্ষাব্যবস্থা, ব্যাংকিং ও উচ্চ জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় নানা স্কলারশিপ। প্রতিবছরই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভিত্তি করে স্কলারশিপগুলোর ধরন হয় বিভিন্ন রকম। ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ তেমনই একটি বৃত্তি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তরে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা
ইটিএইচ জুরিখ এক্সিলেন্স বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। জীবনযাপন ও অধ্যয়নের খরচ 
বাবদ প্রতি সেমিস্টারে ১২ হাজার (১৬ লাখ ৫৭ হাজার ৯৯১ টাকা) সুইস ফ্রাঁ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে। আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।

প্রয়োজনীয় তথ্য
আবেদন ফরম। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট। সিভি ও পাসপোর্টের কপি। রিসার্চ প্রপোজাল। মোটিভেশন লেটার। রেফারেন্স লেটার। ভাষা দক্ষতার সার্টিফিকেট। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট।বাছাইপ্রক্রিয়া প্রথমে আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি যাচাই-বাছাই করবে। সাধারণত ফান্ডের ওপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রার্থীর সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। প্রতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে 
যোগাযোগ করা হয়।

আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি আরওবিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৪।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন