স্নাতকোত্তর করার জন্য যেসব শিক্ষার্থী বিদেশে পাড়ি দিতে চান, তাঁদের কাছে ডাড হেলমুট-স্মিট মাস্টার্স স্কলারশিপ বেশ লোভনীয় এক সুযোগ। দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যা সংক্ষেপে ডাড স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে জার্মানিতে ১০ থেকে ১৪ মাস মেয়াদি স্নাতকোত্তর করা যায়। ১৯২৫ সালে চালু হওয়া ডাড হলো জার্মানির অন্যতম স্কলারশিপ।
জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের স্নাতকোত্তর শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারেন। প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া
প্রথমেই ডাডের অনুমোদিত কোর্সগুলো থেকে আপনাকে নিজের পছন্দের কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। তারপর আবেদন করে ফেলুন। মনে রাখবেন, আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করতে পারবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে। আর তারাই আপনাকে ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে। ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: আগামী ৩১ জুলাই।
অনুবাদ: মুসাররাত আবির