মারুফা মাহজাবীন মম
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত দ্বিতীয় ও ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি বিশ্বের ও অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে। গবেষণার জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সংখ্যা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার বৃত্তির সুযোগ রয়েছে।
সুযোগ–সুবিধা
» স্নাতক ডিগ্রির প্রথম বছরে ১০ হাজার ডলার টিউশন ফি মওকুফ করা হবে।
» স্নাতক ডিগ্রির বাকি তিন বছরের জন্য শতকরা ৫০ শতাংশ থেকে শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
বৃত্তির মেয়াদ
এক বা একাধিক বছরের জন্য শিক্ষার্থীদের এই বৃত্তির সুযোগ দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
» অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে।
» অস্ট্রেলিয়ার বাইরে মাধ্যমিক বা অস্ট্রেলিয়া ফাউন্ডেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন এমন কেউ হতে হবে।
» মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে পড়াশোনার জন্য শর্তহীনভাবে ভর্তির সুযোগ পেতে হবে।
» মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলে আপনাকে শীর্ষ ৩ শতাংশের মধ্যে থাকতে হবে।
» আগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
আবেদনের সময়সীমা
২০২৫ সালের প্রথম সেমিস্টারে (ফেব্রুয়ারি/মার্চ ইনটেক) ভর্তির জন্য আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর ২০২৪। ২০২৫ সালের দ্বিতীয় সেমিস্টারে (জুলাই ইনটেক) ভর্তির জন্য আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৫।
আবেদনের প্রক্রিয়া
এই প্রোগ্রামে বৃত্তির জন্য আলাদা আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য জানতে পারেন এই ওয়েবসাইটে।
সূত্র: দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্নের ওয়েবসাইট