Ajker Patrika
হোম > শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত

লুৎফা বেগম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত

১. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 
(ক) ১ (খ) ৯
(গ) ১০ (ঘ) ১০০

২. ১০ একরে কত বর্গগজ?
(ক) ৪৮০    (খ) ৪৮৪ 
(গ) ৪৮৪০  (ঘ) ৪৮৪০০

৩. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
(ক) ২৫% (খ) ২৮% (গ) ৩০% (ঘ) ৩২% 

৪. ৮০° কোণের সম্পূরক কোণ কত?
(ক) ৯০° (খ) ১০০° (গ) ১২০° (ঘ) ১৬০°

৫. পিতা-মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মা ও কন্যার বয়সের গড় ২৫ বছর হলে পিতার বয়স কত? 
(ক) ৩০ (খ) ৩৫ (গ) ৪০ (ঘ) ৪৫

৬. একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
(ক) ২০° (খ) ৩০° (গ) ৪০° (ঘ) ৪৫°

৭. ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে, ৪৫টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যাবে কয়টি? 
(ক) ৭টি (খ) ৮টি (গ) ৯টি (ঘ) ১০টি

৮. a+b=8 এবং a-b=4 হলে, ab=কত? 
(ক) 10 (খ) 12 (গ) 16 (ঘ) 20

৯. ১০০০ টাকার ১২% কত টাকা? 
(ক) ১২০ (খ) ১৩০ (গ) ১৪০ (ঘ) ১৫০

১০. শহিদ ৪০০ কেজি ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল হলে, সে কী পরিমাণ চাল পেল? 
(ক) ২৬০ কেজি (খ) ২৭০ কেজি
(গ) ২৮০ কেজি (ঘ) ২৯০ কেজি

১১. ৪ সেমি ব্যাসবিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? 
(ক) ১ সেমি (খ) ২ সেমি
(গ) ৩ সেমি  (ঘ) ৪ সেমি

১২. একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
(ক) ৪,০০০ বার 
(খ) ৮,০০০ বার 
(গ) ১২,০০০ বার 
(ঘ) ১৬,০০০ বার

১৩. দুটি সংখ্যার গসাগু ৭ এবং লসাগু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অপরটি কত? 
(ক) ১৪ (খ) ২৪
(গ) ২৮ (ঘ) ৩২

১৪. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
(ক) ১/৪ (খ) ১/১২ 
(গ) ১/১৬ (ঘ) ১/২০

১৫. 2x=3y+5 হলে, 4x- 6y=কত?
(ক) 10 (খ) 12 
(গ) 14 (ঘ) 20

১৬. দুটি সংখ্যার অনুপাত ২: ৩ এবং তাদের গসাগু ৪ হলে, বৃহত্তম সংখ্যাটি কত? 
(ক) ৪  (খ) ৮
(গ) ১২ (ঘ) ১৬

১৭. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?   
(ক) ১৫ (খ) ১৮ 
(গ) ২১ (ঘ) ২৭

১৮. ২, ৯, ২৩, ৪৪-এর পরবর্তী সংখ্যাটি কত?  
(ক) ৪৬ (খ) ৬৮
(গ) ৭২  (ঘ) ৮৮

১৯. ৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
(ক) ৪০ বর্গ সেমি  
(খ) ৫০ বর্গ সেমি 
(গ) ৬০ বর্গ সেমি 
(ঘ) ৭০ বর্গ সেমি

২০. ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? 
(ক) ১০% (খ) ১৫% 
(গ) ২০% (ঘ) ২৫%

উত্তরমালা: ১. ক ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ
 

লেখক: সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

বিজেএস পরীক্ষার ফি কমানোসহ তিন দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির তিন দপ্তরে নতুন মুখ

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.২)

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

স্বপ্ন দেখি, ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে: নতুন শিক্ষা উপদেষ্টা

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি