Ajker Patrika
হোম > শিক্ষা

মেরিন ফিশারিজ ক্যাডেট হতে চাইলে দ্রুত আবেদন করুন

শিক্ষা ডেস্ক

মেরিন ফিশারিজ ক্যাডেট হতে চাইলে দ্রুত আবেদন করুন
ছবি: সংগৃহীত

মেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) বা বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি (বিএমএফএ) মৎস্য শিল্প, বণিক জাহাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম শিল্পগুলোতে প্রবেশ করতে আগ্রহী ক্যাডেটদের জন্য বাংলাদেশ সরকারের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশের অর্জিত বিশাল ব্লু ইকোনমির বিশাল সামুদ্রিক মৎস্য সম্পদ আরোহণ এবং প্রসেসিং করার জন্য তথা আধুনিক মৎস্য জাহাজ পরিচালনার জন্য দক্ষ এবং যোগ্য মেরিন ফিশারিজ ক্যাডেট তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক (বিজ্ঞান) বা ‘ও’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) বা ‘এ’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিদ্যা ও গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে জিপিএ–৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখে বয়স অনধিক ২১ বছর হতে হবে (জন্ম তারিখ সর্বোচ্চ: ২০০২-১২-২৬)। পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৬২.৫ সেমি এবং নারীর ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি লাগবে। প্রার্থীর ওজন বডিমাস ইনডেক্স অনুসারে নির্দিষ্ট ওজনের অতিরিক্ত হবে না। দৃষ্টিশক্তি ন্যূনতম ৬/১২ হতে হবে। কালার ভিশন স্বাভাবিক হতে হবে, তবে নারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

ভর্তির প্রক্রিয়া

লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষা, শারীরিক যোগ্যতা পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু ও কালার ভিশন পরীক্ষা, সাঁতার পরীক্ষায় (নারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক নয়) অংশ নেবেন।

লিখিত পরীক্ষা পদ্ধতি

প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বাকি পরীক্ষাগুলোয় অংশ নিতে পারবেন। ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য পরীক্ষার্থীর কোনো নম্বর কাটা হবে না। লিখিত পরীক্ষার নম্বর: ইংরেজি– ১০ ও সাধারণ জ্ঞান– ১০, গণিত ২০, পদার্থবিদ্যা ২০, রসায়ন ২০, জীববিদ্যা ২০।

আবেদন ফি: ৬৫০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। যেকোনো বিষয়ে অনুসন্ধানের জন্য ০১৫৫৭৬৩৬৮৫৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত তথ্য ও লিখিত পরীক্ষার তারিখ আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তি

কর্মক্ষেত্র

মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাস করে এর সাবেক ক্যাডেটরা বেশির ভাগ বিদেশগামী জাহাজে কর্মরত রয়েছেন। অনেকেই পিএইচডি করে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। অনেকেই বিশ্বের বিভিন্ন মেরিন ইন্ডাস্ট্রিতে কর্মকর্তা হিসেবে চাকরি করছেন। এমনকি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল চাকরিতেও খুবই সম্মানের এবং মর্যাদায় কাজ করছেন। এই একাডেমির ক্যাডেটদের অনেকেই বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবেও সমান দক্ষতার পরিচয় দিচ্ছেন। অনেকেই বাংলাদেশের নেভিতে যোগদান করে দক্ষতার সাথে কাজ করছেন।

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত আসিয়ান বৃত্তি

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আজ থেকে টানা ৪০ দিন ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন