নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে সদ্য প্রকাশ করা মেডিকেল ভর্তির পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি জানিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজের শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। তাঁদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী।
গতকাল রাতের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টার দিকে তাঁরা শহীদ মিনার ছেড়ে যান।
শহীদ মিনারে অবস্থান নেওয়া ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ফেরদৌস তানিম আজকের পত্রিকাকে বলেন, ‘যে রেজাল্ট দেওয়া হয়েছে, তাতে কোটার কারণে অনেক অযোগ্য ছেলেমেয়ে ভর্তির সুযোগ পেয়েছে। কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে, তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে, কোনোভাবেই তাদের ভর্তি হতে দেওয়া যাবে না। আগামী বছরগুলোয়ও যেন কোটা বিলুপ্ত হয়, সেই দাবিতে আমরা রাজপথে নেমেছি। যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তার মধ্যে কোটা বাতিল করে নতুনভাবে ফল প্রকাশ করতে হবে।’
মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, ‘অনেকে ৭২ নম্বর পেয়ে চান্স পায়নি, অনেকে ৪০ পেয়েও চান্স পেয়েছে। এখনো পোষ্য কোটাসহ অযৌক্তিক কিছু কোটা রয়ে গেছে। আমরা চাই, অতি দ্রুত সময়ের মধ্যে যেন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি, অযৌক্তিক বৈষম্যমূলক কোটা চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বিলুপ্ত করতে হবে।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০ থেকে ৩৫ নম্বর কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, যা আমরা মেনে নিতে পারি না, আমরা কখনো মানবও না। আজকের মধ্যে কোটাবৈষম্য বাতিল করে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি।’