হোম > শিক্ষা

ঢাবিতে ভর্তি–ইচ্ছুকদের সরব উপস্থিতি, চলছে শেষ সময়ের প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভাগীয় ৭টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। 

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। শেষ সময়ে খুঁটিনাটি দেখে নিচ্ছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। 

সরেজমিনে ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, যানজট এড়িয়ে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে আগে আগেই চলে এসেছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র খুঁজে তার আশপাশেই বসে শেষ সময়ে যা পারছেন দেখে যাচ্ছেন। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা পড়ছেন আর পাশে তাদের অভিভাবকেরা হাতে থাকা ফাইল অথবা কাগজ দিয়ে শিক্ষার্থীকে বাতাস করছেন।

আফিয়া জান্নাত নামের এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বলেন, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে আসলে কিছু নেই। নিজের ভেতরে আত্মবিশ্বাস, আকাঙ্ক্ষা থেকে এ পড়া। সবাই পড়তেছে দেখে নিজের ভেতরে ভয়, হতাশা কাজ করছে। তাদের মাঝে নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে। স্বপ্ন সব মিলিয়ে একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া।

রাকিব উদ্দিন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব বেশি ধারণা দেওয়া হয়না। সম্পূর্ণ নিজের ওপর আস্থা রেখেই পড়াশোনাটা করেছি। নিজেই যেন নিজের অভিভাবক। তাই কি করব বুঝতেছি না। তবে যত পড়ি মনে হচ্ছে সামনের আরেকটি লাইন পড়লে বুঝি ওই জায়গা থেকে কমন আসবে!’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। এই ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী। 

এর আগে গতকাল শুক্রবার সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি কর্তৃপক্ষ।

সারা দেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবারের শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে আসনসংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এই পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি