২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার নতুন প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার তিন দিন আগে ডাউনলোড করা যাবে। নতুন প্রবেশপত্র ডাউনলোডের ফলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগের সব ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একাধিক ইউনিটের পরীক্ষা হবে দুই শিফটে।