হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউএফটিতে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। স্বাগত বক্তব্যে বিইউএফটির রেজিস্ট্রার রফিকুজ্জামান শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সুযোগ ও চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী। সদ্য ভর্তি হওয়া একজন ও প্রাক্তনদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাঁদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, পিঅ্যান্ডডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, গ্রন্থাগারিক, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ।

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি