Ajker Patrika
হোম > শিক্ষা

আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান

বিজ্ঞপ্তি

আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান
আইবিএ অ্যালামনাই ক্লাবের নির্বাচিতরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন গত ৩১ জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

এ ছাড়া ১০ জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। তারা হলেন ইমতিয়াজ আহমদ সামস, মালিক মো. সাঈদ, এ টি এম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন, নাফিস রায়হান, এ এস এম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন আক্তার, মো. আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ।

নির্বাচনে ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; ৮৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন এবং পরিচালক পদে মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জয়ী পরিচালনা পর্ষদকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে, একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ইনচার্জ মুসলেহ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক বিবরণী ক্লাব সদস্যদের জন্য পেশ করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইয়াওয়ের সাইদের নেতৃত্বে কমিশন নির্বাচন প্ৰক্ৰিয়া শুরু করেন।

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ

১৬ মার্চের মধ্যে সব পাঠ্যবই দেওয়া সম্ভব হবে: এনসিটিবি চেয়ারম্যান

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ

কুইন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নারী নির্যাতনের বিরুদ্ধে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

আমরা মজা করে ইংরেজি শেখাই

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন বারের চেষ্টায় সহকারী জজ সুব্রত

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.৪)

মতভিন্নতায় জাকসু নির্বাচন আয়োজনে সংকট সৃষ্টি হচ্ছে