হোম > শিক্ষা

চীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি বৃত্তি

শিক্ষা ডেস্ক

চীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা চীন সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির অধীনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি ও আবাসন ফি মওকুফ করা হবে। ব্যবস্থা থাকবে স্বাস্থ্যবিমার। এ ছাড়া স্নাতকোত্তরের শিক্ষার্থীর জন্য মাসিক ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির জন্য মাসিক সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।

বৃত্তির সময়কাল

স্নাতকোত্তর ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ২-৪ বছর। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ২-৩ বছর। এ ছাড়া ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়। আর ডক্টরেট ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ৪-৫। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ৪-৫ বছর। ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

স্নাতকোত্তরে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, রাসায়নিক প্রকৌশল ও রসায়ন স্কুল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুল, মহাকাশবিদ্যা স্কুল, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন স্কুল, সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুল, পরিবেশ স্কুল, স্থাপত্য স্কুল। অন্যদিকে পিএইচডির জন্য ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, বৈদ্যুতিক প্রকৌশল ও অটোমেশন স্কুল, শক্তিবিজ্ঞান ও প্রকৌশল স্কুল।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র অনলাইন সিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট, দুটি সুপারিশপত্র, শারীরিক পরীক্ষার সনদ, গবেষণা পরিকল্পনা, নন-ক্রিমিনাল সনদ।

আবেদনের যোগ্যতা

হারবিন বিশ্ববিদ্যালয় চায়নিজ গভর্নমেন্ট বৃত্তি ২০২৫-২৬-এর জন্য যোগ্যতার মানদণ্ড নিচে দেওয়া হলো। প্রার্থীদের অবশ্যই চীনের নাগরিকত্ব থাকা যাবে না। চীনের নাগরিকত্ব নেই, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩৫ বছরের কম বয়সী হতে হবে। আর ডক্টরেট ডিগ্রির জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ৪০ বছরের কম বয়সী হতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

নৈতিক শিক্ষাদান: শিক্ষকদের ভূমিকা

ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের সংহতি

আনন্দ শোভাযাত্রায় বর্ষবরণের প্রস্তুতি

মাহফুজের ক্যামেরায় জাদু

আরসিআরইউর ১৩ বছরের পথচলা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শ্রদ্ধায় গৌরবে স্বাধীনতা দিবস

ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’ আলোকচিত্র প্রদর্শনী

এসএসসির প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র

সম্পূর্ণ অর্থায়িত সাবানসি বিশ্ববিদ্যালয় বৃত্তি

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল-লোগো