Ajker Patrika
হোম > শিক্ষা

এআইইউবি ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

এআইইউবি ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন (বুধবার) এআইইউবি ক্যাম্পাস মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এ প্রীতি ফুটবল ম্যাচে এআইইউবির শিক্ষার্থীরা ফিলিস্তিনের শিক্ষার্থীদের ৫-২ গোলে পরাজিত করে। মূলত এআইইউবি শিক্ষার্থী ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এআইইউবিএর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন—এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, বাংলাদেশ ফিলিস্তিনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ এম. এইচ. হামাদ এবং জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টাইন স্টুডেন্টস ইন বাংলাদেশের প্রেসিডেন্ট বাদাউইসহ এআইইউবির উচ্চপদস্থ কর্মকর্তারা। 

বিপুলসংখ্যক এআইইউবির শিক্ষার্থী এবং বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীরা ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। এ সময় উচ্চ শিক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও ফিলিস্তিনের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ইশতিয়াক আবেদীন।

বিইউবিটির ষষ্ঠ সমাবর্তন সফলভাবে অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তন অনুষ্ঠিত

ভর্তি আবেদনের সময় বাড়াল কুবি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক

একুশে পদকপ্রাপ্ত অভ্রর সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও সিসিএন ইউনিভার্সিটিতে নবীনবরণ

একাডেমিক গবেষণাপত্র কোথায় খুঁজবেন

তুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটি বৃত্তি

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাঠকবন্ধুর উদ্যোগ