স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আওতায় হাঙ্গেরিতে উচ্চশিক্ষা অর্জনে বৃত্তির সুযোগ দিচ্ছে। এই প্রোগ্রামে হাঙ্গেরির মোট ৩০টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে আট শতাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ।
প্রোগ্রাম ও বৃত্তির পরিমাণ
স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল মিলিয়ে মোট তিনটি প্রোগ্রামে ১৪০টি বৃত্তি প্রদান করা হবে। তবে এর মধ্যে ৩০টি বৃত্তি সংরক্ষিত থাকবে নিউক্লিয়ার এনার্জেটিকস প্রোগ্রামের জন্য।
সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। অন্যান্য খরচের জন্য মাসে ১১০ ইউরো বা প্রায় ১৩,২৭০ টাকা দেওয়া হবে। আবাসন খরচ হিসাবে দেওয়া হবে মাসিক প্রায় ১০০ ইউরো বা ১২,০৬৩ টাকা। তবে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া হোস্টেলে বসবাসের ক্ষেত্রে আবাসন ভাতা প্রযোজ্য নয়, বদলে হোস্টেল ভাড়া মওকুফ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বছরে ১৭০ ইউরো বা প্রায় ২০,৫০৮ টাকার মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা।
নিয়মকানুন ও শর্তাবলি
আবেদন প্রক্রিয়া
নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম কর্তৃপক্ষ প্রদত্ত এই ঠিকানা ও বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। উভয় ওয়েবসাইটেই আলাদাভাবে আবেদন করা বাধ্যতামূলক। আবেদনের পাশাপাশি আবেদন কপি, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর জমা দিতে হবে। হার্ড কপি অবশ্যই মন্ত্রণালয়ের ২ নম্বর গেটের সংশ্লিষ্ট বক্সে জমা দিতে হবে, নইলে আবেদন বিবেচনা করা হবে না।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
অনুবাদ: আসিফ ইমতিয়াজ প্রমি