হোম > শিক্ষা

এটিএন বাংলা জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্কে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা। এ বিতর্কের বিষয়বস্তু ছিল 'এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে'। 
 
এ বিতর্কে সরকার দলে ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুর রহমান। 
 
আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত এটিএন বাংলায় এ বিতর্ক সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগরী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। 
 
জয়ের পর কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জন্য জাতীয় বিতর্কের মঞ্চে এই জয়টা অনেক বেশি প্রয়োজন ছিল। আমরা পেরেছি বিজয় ছিনিয়ে আনতে এবং আমি আশা করি আমাদের এই অর্জনের ধারা অব্যাহত থাকবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা গর্বিত করে যাব। 
 
প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে। 

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি