হোম > শিক্ষা

লিসেনিং মডিউলে ভালো করার উপায়

মমতাজ জাহান মম

ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা যাচাইয়ের বহুল প্রচলিত একটি মাধ্যম আইইএলটিএস। লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং—এই ৪টি মডিউলে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। প্রতিটি ধাপ অন্যটির থেকে আলাদা হওয়ায় প্রতিটি ভিন্ন ভিন্ন মডিউলের জন্য প্রয়োজন আলাদা প্রস্তুতি এবং পরিকল্পনা। শিক্ষার্থীর ইংরেজি ভাষা শুনে বোঝার দক্ষতা যাচাই করা হয় আইইএলটিএসের লিসেনিং পরীক্ষাতে। চলুন জেনে নেওয়া যাক, এ পরীক্ষায় কীভাবে পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে।

প্রশ্নের ধরন
লিসেনিং মডিউলের সর্বপ্রথম পার্ট হচ্ছে সেকশন–১। এখানে ১০টা গ্যাপ ফিল থাকে। এই সেকশনে মূলত টেলিফোন কনফারেন্সে দুজনে মাঝে কথোপকথন হয়ে থাকে। সে হতে পারে কোনো হোটেল ম্যানেজার বা কোনো রিপোর্টার। এখানে ব্যক্তি হোটেল বুকিং দেওয়ার জন্য দিন–তারিখ ঠিক করার আলাপ করবেন। কিংবা কোনো অপরাধ হলে কোনো সাংবাদিক প্রতিবেদন তৈরির জন্য কোনো ফরম পূরণ করবেন। এমন ধরনে কথোপকথন থাকবে।
এই সেকশনের অডিও দুইভাগে ভাগ করে প্লে করে শোনানো হবে। অর্থাৎ ১–১০টা কোশ্চেনের মধ্যে প্রথমে শিক্ষার্থীকে ১–৫ পর্যন্ত অডিও শোনানো হবে। এরপর আরেক ধাপে ৬–১০ পর্যন্ত অডিও শোনানো হবে। 

সেকশন–১ এ যেভাবে ভালো করবেন
লিসেনিংয়ের মধ্যে সব থেকে সহজ পার্ট সেকশন–১। এখানে অডিওতে দ্রুত কথা বলে না। খুব সুন্দরভাবে ধীরে ধীরে কথা বলে থাকে। কিন্তু একটি সমস্যা হচ্ছে এই সেকশনে শিক্ষার্থীকে ট্র‍্যাপে ফেলার চেষ্টা হতে পারে। তবে খুব সহজেই এটা বোঝা যাবে।

  • অডিও শুরুর আগে কি–ওয়ার্ডগুলো মার্ক করে নেবেন। খেয়াল রাখবেন এখানেও সিরিয়ালি বলবে।  কি–ওয়ার্ড অনুযায়ী লাইন ধরে সামনে আগাতে হবে। 
    এখানে বোল্ড করে টপিক ওয়ার্ড লেখা থাকবে। যেমন Events, Details, Session. আমাদেরকে কি–ওয়ার্ড মার্ক করার সঙ্গে সঙ্গে লাইনটা পড়ে শূন্যস্থানে কি বসতে পারে তা নির্ধারণ করতে হবে। 

যেমন বোল্ড করে লেখা আছে Date এবং শূন্যস্থানের আগে আছে On___। আমরা তখন মনে মনে ভাববো এই শূন্যস্থানে একটা বারের নাম বসবে। Sunday, Monday or any day.

  • Article–এর দিকে নজর রেখে কোন Verb বসতে পারে তা ঠিক করতে হবে। 
  •  এই সেকশনে ১০/১০ পাওয়ার জন্য শিক্ষার্থীকে ১০–১৪ ক্যামব্রিজের বইয়ের প্রত্যেকটি লিসেনিং টেস্টের সেকশন–১ প্র‍্যাকটিস করতে হবে। এ ছাড়া অনলাইনে IELTS online practise থেকেও চর্চা করা যেতে পারে। এরপর ক্যামব্রিজের ১৫, ১৬, ১৭ সম্পূর্ণ টেস্ট দেওয়ার জন্য রেখে দেবেন।

সেকশন–১ এর ট্র্যাপ অ্যান্ড ট্রিক্স
এই সেকশন সহজ হলেও মাঝে পরীক্ষার্থীকে একটু প্যাঁচে ফেলার চেষ্টা হতে পারে। আর অর্থ না বোঝার কারণে অনেকেই এই ফাঁদে অনেকেই পড়ে যান।
যেমন: একটি জায়গায় বলছে
Woman: Ok, and for a two-bedroom apartment _ what sort of rent do we expect to pay?
Agent: Well, looking at the properties we have at the moment, prices start from around £730 per month, and depending on the area _ can go up to £1200.
Woman: That’s too much. Something halfway would be better.
Agent: So, would your limit be, say £950?
Women: I’d say so, yes.

এখানে অনেক কথা বলে তিনটা প্রাইজের কথা বলেছে। অনেকেই বুঝে উঠতে পারেনা কোনটা উত্তর হবে। আমাদেরকে ভালো করে পুরো অডিওটা শুনতে হবে। এরপর উত্তর করতে হবে। আর কয়েকটা সেকশন–১ অনুশীলনের পরেই এগুলো বোঝা যাবে। তখন আর ভুল হবে না। সেকশন–১ এর জন্য ইউটিউবে কিছু চ্যানেলে ভিডিও দেখতে পারেন। Banglay IELTS, Asad Yakub.

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন