নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে অনেক আগেই। পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন তাঁদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ আজ বুধবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে।
এর আগে টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে ২০ এপ্রিল থেকে তাঁরা পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ রাত ১২টায় ফল পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ শেষ হচ্ছে। আবেদনের সময় বাড়ানো নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই পূর্বের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে যোগ্য হয়েছেন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাঁদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।