হোম > শিক্ষা

একই দিনে ইউরোপ-আমেরিকার দুই বৃত্তির খবর পেলেন সোমেল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মো. সোমেল ইসলাম। সম্প্রতি তিনি লার্জ স্কেল এক্সিলারেটর অ্যান্ড লেজারস বিষয়ে এমএসসি প্রোগ্রামে ইউরোপের মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন। এ বৃত্তি নিয়ে ভর্তি হয়েছেন ফ্রান্সের প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটিতে। সেখানে তিনি প্রথম সেমিস্টার শুরু করেছেন। তিনি বৃত্তি পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তাঁর কথাগুলো শুনেছেন মো. নূর এ আলম নুহাশ

প্রশ্ন: এ বৃত্তির জন্য কবে থেকে প্রস্তুতি শুরু করেছেন?
মো. সোমেল ইসলাম: দেশের বাইরে উচ্চশিক্ষার ইচ্ছা ছিল মাভাবিপ্রবির দ্বিতীয় বর্ষ থেকেই। তবে তখন থেকে প্রস্তুতি শুরু করতে পারিনি। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে এ বৃত্তির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করি।

প্রশ্ন: নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে?
মো. সোমেল ইসলাম: স্নাতকে পড়ার সময়, বিশেষ করে চতুর্থ বর্ষে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে যেসব ডকুমেন্ট লাগে, তার তালিকা তৈরি করি। কোন স্কলারশিপের ডেডলাইন কবে, কোনটার জন্য কত ফি লাগে, কোনটা ফ্রি—সব তথ্য এক্সেল ফাইলে কালেক্ট করে রাখি। এরপর অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম দিয়ে আইইএলটিএস পরীক্ষা দিয়েছি।

প্রশ্ন: মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় ইরাসমাস মুন্ডাস বৃত্তির জন্য কবে আবেদন করেছেন?
মো. সোমেল ইসলাম: গত বছরের ডিসেম্বরের শেষের দিকে আবেদন করেছি। বৃত্তিগুলোর প্রক্রিয়া শেষ করতে অনেক সময়ের ব্যাপার। সব প্রক্রিয়া শেষ করতে প্রায় এক বছর লেগেছে।

প্রশ্ন: আবেদনের প্রক্রিয়া কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: ইরাসমাসের প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা ওয়েবসাইট থাকে। বেশির ভাগ প্রোগ্রামে আবেদন করতে কোনো ফি লাগে না। আবেদন করা খুব সহজ। যেসব ডকুমেন্ট লাগে, সেগুলো পিডিএফ করে আপলোড করতে হয়।

প্রশ্ন: এ বৃত্তির জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়েছে?
মো. সোমেল ইসলাম: প্রায় সব স্কলারশিপের জন্য একই টাইপের ডকুমেন্ট প্রয়োজন হয়, যেমন ধরুন মোটিভেশন লেটার/কভার লেটার/ স্টেটমেন্ট অব পারপাস, রিকমেন্ডেশন লেটার, সিভি, বিএসসি/এমএসসি সার্টিফিকেট এবং আইইএলটিএস/ এমওআই। আমাকে ইরাসমাসে আবেদনের জন্য প্রুফ অব রেসিডেন্স নামের আলাদা একটা তথ্য জমা দিতে হয়েছে। যেটাতে আমি নাগরিকত্ব সনদের ইংরেজি ভার্সন দিয়েছিলাম।

প্রশ্ন: এ বৃত্তির যোগ্যতা ও দক্ষতা কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: যেকোনো স্কলারশিপের জন্য ভালো সিজিপিএ হলো প্লাস পয়েন্ট। পাশাপাশি ভালো মোটিভেশন লেটার, শক্তিশালী রিকমেন্ডেশন লেটার আর সিভি প্রার্থীকে অনেকাংশে এগিয়ে রাখে। সিজিপিএ খারাপ থাকলে যদি পাবলিকেশন্স বা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, তাহলে সেটা সিজিপিএর গ্যাপ অনেকটা কভার করে। আমার ক্ষেত্রে সিজিপিএ ছিল এভারেজ। রিসার্চ এক্সপেরিয়েন্স আর ভালো সিভি/মোটিভেশন লেটার আমার ক্ষেত্রে কাজে দিয়েছে। দিন শেষে স্কলারশিপ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি কীভাবে অ্যাডমিশন কমিটির কাছে নিজেকে তুলে ধরতে পারবেন, সেটা আপনার ওপর নির্ভর করে।

প্রশ্ন: দূতাবাসের সাক্ষাৎকার কীভাবে ফেস করেছেন?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ হোল্ডারদের জন্য এম্বাসি ফেস করা খুব সহজ। যেসব ডকুমেন্ট লাগে, তা ইউনিভার্সিটি/প্রোগ্রাম কর্তৃপক্ষ প্রোভাইড করে। ডকুমেন্টগুলো গুছিয়ে নিয়ে গেলেই হয়।

প্রশ্ন: বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। যেদিন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সংবাদ পাই, ঠিক একই দিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছি পিএইচডির অফার। দেশটির ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ বৃত্তি দেওয়া হয়। পরের সাত দিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কোন দিকে যাব। শেষমেশ ইরাসমাস স্কলারশিপে ইউরোপে চলে আসি।

প্রশ্ন: প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটিতে আপনার আবাসনের ব্যবস্থা কেমন?
মো. সোমেল ইসলাম: আমি ইউনিভার্সিটি এরিয়ায় রেসিডেন্সে থাকি। আমার প্রোগ্রাম থেকে আবাসনের জন্য হেল্প করেছে। সে ক্ষেত্রে আমার খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি।

প্রশ্ন: যাঁরা আপনার মতো বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ সিকিউর করার জন্য যতটা পারা যায় রেজাল্ট ভালো রাখতে হবে। পাশাপাশি পেপার পাবলিশের চেষ্টা করতে হবে। আইইএলটিএস/ জিআরইতে ভালো স্কোর করতে হবে। মনে রাখতে হবে, স্কলারশিপ মানে অনেক বড় সুযোগ, যা টাকা দিয়ে মাপা সম্ভব নয়। এই অর্জন আজীবন নিজের জীবনবৃত্তান্তে রয়ে যাবে। যারা উচ্চশিক্ষায় আগ্রহী, তাদের বলব, হাল ছাড়া যাবে না। নিজের প্রোফাইল স্ট্রং করে এমন অ্যাকটিভিটিসে অংশ নিতে হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন