হোম > শিক্ষা

শিবালয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩২ জন অনুপস্থিত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ে এসএসসি এবং সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ রোববার সকালে পরীক্ষার্থী অনুষ্ঠিত হয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীর (ছাত্রী) সংখ্যা উল্লেখযোগ্য। বাকি পরীক্ষার্থীরা উপজেলার চারটি কেন্দ্রের ১০টি ভেন্যুতে অংশ নেয় বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাশেদ আল্ মাহমুদ।

জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শিবালয় উপজেলার ৩ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৮৮৯ জন, বরংগাঈল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৮ জন, নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯৫ জন ও মালুচি রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ৩৩৪ জন রয়েছে। এ ছাড়া জাফরগঞ্জ কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসায় (দাখিল) ২৮০ জন ও উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কারিগরি) ৩৮৭ জন শিক্ষার্থী রয়েছে। 

রুটিন অনুযায়ী আজ অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ৯৪৫ জনের মধ্যে ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে রয়েছে এসএসসির ৩ জন, দাখিলের ১৯ জন ও কারিগরির ১০ জন। উপজেলার মোট ৪টি কেন্দ্রের ১০টি ভেন্যুতে নকলমুক্ত পরীক্ষা সম্পূর্ণ হয়। 

অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে জানান, করোনার কারণে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা গোপনে তাঁদের মেয়েদের বাল্য বিয়ে দিয়েছেন। যে কারণে তারা পরীক্ষায় অংশ নিচ্ছে না। 

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর সংশোধিত ও পুনর্বিন্যস্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি