নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ফলাফল কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়েট, কুয়েট ও রুয়েটের ফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১ থেকে ১৩২৯০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৭৯৭ পর্যন্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় যে যত তম হয়েছে, সেটিই সম্মিলিতভাবে তাঁর মেধাস্থান।
উল্লেখ্য, চলতি বছর রুয়েট, কুয়েট ও চুয়েট সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ২৩১ টি।