হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্তৃক আইটি ক্যারিয়ারবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার হাবিপ্রবির ২ নম্বর অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজার সার্ভিসের ডিরেক্টর ড. এন. এইচ. এম রুবেল মজুমদার।
সেমিনারে আইটি ক্যারিয়ার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের সিইও আরিফুল হাসান অপু, ব্রেইন স্টেশনের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, টিচ টেরিন আইটি লিমিটেডের ডিরেক্টর আনিসুল হক ভূঁইয়া, রাইসআপ ল্যাবসের সিইও এরশাদুল হক এবং স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সিইও মো. সাহাদাত হোসেন রিয়াদ।
সেমিনারে সমাপনী বক্তব্য দেন সেমিনারের সভাপতি ড. এম. এন. এইচ রুবেল মজুমদার।