হোম > শিক্ষা

২০২৬ সালের এসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮: ৩০
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মূলত বদল এসেছে বাংলা বিষয়ে। ২০২৫ সালে যারা দশম শ্রেণিতে উঠেছে, তারা এই সিলেবাস অনুসরণ করবে।

গতকাল বৃহস্পতিবার রাতে এনসিটিবির ওয়েবসাইটে এসএসসির সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়।

এর আগে গত শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।

ক্ষমতার পটপরিবর্তনের পর বিভাগ-বিভাজন ফিরিয়ে আনার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সেই ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আগের মতো বিভাগ-বিভাজন থাকবে।

জানতে চাইলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে।

এনসিটিবি প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনে দেখা যায়, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে।

ব্যবহারিক থাকা বিষয়গুলোয় তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে পিঠা উৎসব

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক

আইইএলটিএস লিসেনিং (পর্ব-১.৩)