ফিলিপাইনে ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪–এর প্রথম কর্মশালা গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ফিলিপাইনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আট দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালায় ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’–এর বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটি দেশের ১০ জন শিক্ষাবিদ অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ থেকে দুই সদস্যের দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান। বাংলাদেশ দলের অন্য সদস্য হলেন একই ইনস্টিটিউটের প্রভাষক প্রিয়ম সাহা।
কর্মশালায় অংশ নেওয়া অন্য দেশগুলো হলো—ফিলিপাইন, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা।
ডিএইচএস প্রোগ্রামটির ফেলোদের প্রাথমিক উদ্দেশ্য হলো—নিজ নিজ দেশের মধ্যে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটার বিশ্লেষণ ও ব্যবহারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, প্রতিবছর ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের পক্ষ থেকে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটা ব্যবহার করে গবেষণা প্রকল্প আহ্বান করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলোর বিপরীতে ফেলোশিপ দেওয়া হয়।
২০২৪ সালে বিভিন্ন দেশ থেকে আবেদন করা ১০০ টিরও বেশি প্রকল্প থেকে ৫টি প্রকল্প ২০২৪ সালের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়। এই প্রোগ্রামের দ্বিতীয় কর্মশালা আগামী মে মাসে কেনিয়াতে অনুষ্ঠিত হবে।