হোম > শিক্ষা

লিসেনিং মডিউলের এমসিকিউতে ভালো করবেন যেভাবে

মমতাজ জাহান মম

আইইএলটিএস লিসেনিংয়ের নিয়মিত চর্চা আর কার্যকর পরিকল্পনা থাকলে সর্বোচ্চ স্কোর তোলা খুব একটা কঠিন কিছু নয়। এ মডিউলের একটা ভালো প্রস্তুতি সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে লিসেনিং পরীক্ষার প্রশ্নের কাঠামোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। লিসেনিং পরীক্ষায় প্রশ্ন থাকে ৪০টি। সময় ৩০ মিনিট। ৪০টি প্রশ্ন বিন্যস্ত থাকে ৪টি ভাগে। ভাগগুলোকে নাম দেওয়া হয়েছে সেকশন। প্রতিটি সেকশনে প্রশ্ন থাকে ১০টি। ৪টি সেকশনে ৪টি ভিন্ন ভিন্ন অডিও ক্লিপ শুনতে দেওয়া হয়। এমসিকিউ এর মধ্যে একটি সেকশন। লিখেছেন মমতাজ জাহান মম। 

এমসিকিউ প্রশ্নের ধরন
এমসিকিউর অডিওতে দুজন বা তিনজনের কথোপকথন থাকে। তারা গল্পের মাধ্যমে তাদের ইচ্ছা-অনিচ্ছা বা কিছু সাজেস্ট করে প্রকাশ করবে। সেগুলো শিক্ষার্থীদের শুনে বুঝতে হবে ও উত্তর করতে হবে। রিডিংয়ের এমসিকিউতে মূলত চারটা অপশন থাকে। কিন্তু লিসেনিং এমসিকিউতে অপশন থাকে তিনটা। কিছু প্রশ্নের অপশনে বড় বাক্য থাকে এবং কিছু অপশন ছোট থাকে বা একটা শব্দ থাকে।

লিসেনিং এমসিকিউতে রিডিং মডিউলের মতো ডাবল এমসিকিউও থাকবে। অর্থাৎ একটি প্রশ্নের A-E পর্যন্ত উত্তর থাকবে। এর মধ্যে উত্তর হবে যেকোনো দুটি। যেমন: A, B বা B, C বা B, E.

অনেকে জানতে চান, অপশনগুলো সিরিয়ালি সাজিয়ে উত্তর না করলে নম্বর কাটা যাবে কি না। ধরুন, উত্তর হবে A, E. কিন্তু আপনি লিখেছেন E, A . এ ক্ষেত্রে কোনো উত্তর কাটা যাবে না। কিন্তু আপনি যদি উত্তর লিখেন B, E, তাহলে আপনার একটা উত্তর সঠিক বলে গণ্য হবে, অর্থাৎ E। এই ডাবল এমসিকিউর অপশনগুলোর অডিওতে এলোমেলোভাবে ও সিরিয়ালি দুভাবেই বলতে পারে।

এমসিকিউতে ভালো করার সহজ উপায়
এমসিকিউতে ভালো করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি ভোকাবুলারি ও সিনিয়ামে পটু হতে হবে। কীভাবে একটা ওয়ার্ড বা বাক্যকে প্যারাফ্রেজ করে, তা জানতে ও বুঝতে হবে। এর জন্য শিক্ষার্থীকে বেশি বেশি আলাদাভাবে এমসিকিউ চর্চা করতে হবে। অডিও স্ক্রিপ্ট ও প্রশ্নের উত্তর পড়ে দেখতে হবে, কীভাবে উত্তরটা হয়েছে। চর্চা করার সময় রিপিট করে বারবার অডিও শুনে আয়ত্তে আনতে হবে।

Connector Of Constrast-এ খেয়াল রাখা
Connector of contrast word বলতে আমরা বুঝি So, And, But, Or, Then, However, No, None, Don’t. এই Connector ওয়ার্ডগুলো লিসেনিংয়ের Common হাতিয়ার বলা যায়। প্রতিটি এমসিকিউর উত্তর দেওয়ার সময় অডিওতে কথোপকথনকারীরা এগুলোর যেকোনো একটি ব্যবহার করবে। হয়তো However বা But-এর পর উত্তর থাকবে, না হয় প্রথমেই উত্তর বলে দেবে।

শিক্ষার্থীদের এগুলোর সঙ্গে সঙ্গে অডিওতে তাদের কথা বলার সাউন্ড ও কথা বলার সুর সম্পর্কে পরিচিত হতে হবে। তারা কথা বলার সময় বিভিন্ন ঢেউ দিয়ে কথা বলবে। যেমন: মতের অমিল হলে বলল No! এই No-এর উচ্চারণ শোনা যেতে পারে Ouuuuh Noou! এ ছাড়া বলতে পারে I don’t think so, I’m not sure about that.

এমসিকিউতে যেভাবে প্যারাফ্রেজ করা হয়
ধরুন, প্রশ্নে একটা অপশনে লেখা আছে Jack was sad. অডিওতে বলতে পারে I’m not surprise with that. আমরা যেমন ক্লাস নাইন-টেনে Negative Affirmative Sentence পড়েছিলাম, যেখানে বাক্যের অর্থ ঠিকই থাকবে কিন্তু positive negative উত্তর হবে। ঠিক সে রকম করে এমসিকিউতেও উত্তর হবে। যেমন: প্রশ্নের অপশনে আছে Zasia has energy. অডিওতে বলতে পারে She is not exhausted. (বা Zasia যদি নিজে কথা বলে, তাহলে বলবে I’m not exhausted).

এমসিকিউর Multi Tricks & Tips
এমসিকিউতে আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি ফলো করলে এটার উত্তর করা আরও সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে Elimination Process. অর্থাৎ অডিও শুনতে শুনতে তিনটি অপশনের মধ্যে একটি করে অপশনের পাশে Cross দিয়ে কেটে দেওয়া। এতে অপশন কমে গেলে সঠিক উত্তর দিতে সুবিধা হবে। যদি দেখা যায়, অডিওতে ১টা অপশনের কথা বলেইনি, আরেকটা বলেছে কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর হবে, বাকি থাকবে যে অপশনটা সেটা। এ ক্ষেত্রে যে বিষয়টা ফলো করতে পারেন DAD, ADD, DDA. D-তে Distractor. A-তে Answer.

■ DAD-এর মানে প্রথমে অপশনের সঙ্গে মিল রেখে কথা বলবে। কিন্তু সেটার সঙ্গে একমত থাকবে না। মাঝখানে উত্তর বলবে, এরপর আবার বাড়তি কথা বলবে।

■ ADD-এর মানে প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে এরপর বাড়তি কথাগুলো বলবে।

■ DDA-এর মানে আপনার প্রথমে অনেক বাড়তি কথা বলবে, এরপর লাস্টে আপনার উত্তর দেবে।

সর্বোপরি, একজন শিক্ষার্থীকে আইইএলটিএস লিসেনিং মডিউলে সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য পরীক্ষার্থীকে প্রশ্ন কাঠামোর সঙ্গে পরিচিত হওয়ার পর ওই মডিউলের অন্তর্গত ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন কীভাবে সমাধান করতে হয়, সে ব্যাপারে দক্ষতা অর্জন করতে হয়। যা আলাদাভাবে আলোচনার দাবি রাখে।

আইইএলটিএস লিসেনিংয়ের নিয়মিত চর্চা আর কার্যকর পরিকল্পনা থাকলে সর্বোচ্চ স্কোর তোলা খুব একটা কঠিন কিছু নয়। এ মডিউলের একটা ভালো প্রস্তুতি সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে লিসেনিং পরীক্ষার প্রশ্নের কাঠামোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। লিসেনিং পরীক্ষায় প্রশ্ন থাকে ৪০টি। সময় ৩০ মিনিট। ৪০টি প্রশ্ন বিন্যস্ত থাকে ৪টি ভাগে। ভাগগুলোকে নাম দেওয়া হয়েছে সেকশন। প্রতিটি সেকশনে প্রশ্ন থাকে ১০টি। ৪টি সেকশনে ৪টি ভিন্ন ভিন্ন অডিও ক্লিপ শুনতে দেওয়া হয়। এমসিকিউ এর মধ্যে একটি সেকশন। লিখেছেন মমতাজ জাহান মম।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন