Ajker Patrika
হোম > শিক্ষা

চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

শিক্ষা ডেস্ক

চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি
প্রতীকী ছবি

চীনে নর্থ ইস্ট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এতে আগ্রহী শিক্ষার্থীদের আইইএলটিএসের প্রয়োজন নেই। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

দেশটির সরকারের এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি, আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে। এ ছাড়া মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির শিক্ষার্থীদের সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওযা হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

জলবিদ্যা এবং জলসম্পদ, মৃত্তিকা প্রকৌশল, পুষ্টিবিজ্ঞান, পরিবেশ সুরক্ষা, কৃষিবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদ রোগবিদ্যা, হর্টিকালচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শিল্প অর্থনীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা। এ ছাড়া পিএইচডির জন্য রয়েছে খাদ্যবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, কৃষি অর্থনীতি ও ব্যবস্থাপনা, ভেটেরিনারি মেডিসিন ইত্যাদি।

প্রয়োজনীয় তথ্য

আবেদনপত্র, বৈধ পাসপোর্টের কপি, সাদা ব্যাকগ্রাউন্ডে ছয়টি ২ ইঞ্চির ছবি, সর্বোচ্চ ডিগ্রির কপি, গবেষণা প্রস্তাব (৮০০ শব্দ), দুটি রিকমেন্ডেশন লেটার, শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৫।

একাডেমিক গবেষণাপত্র কোথায় খুঁজবেন

তুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটি বৃত্তি

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাঠকবন্ধুর উদ্যোগ

ফাইনালে স্টামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন এআইইউবি

ইবিতে নবীন বন্ধুদের বরণ ও কর্মশালা

পথশিশুদের কণ্ঠে কবিতার সুর

মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে নানা আয়োজন

গ্রিন ইউনিভার্সিটির বন্ধুদের পরিবেশ রক্ষার প্রত্যয়

আইইএলটিএস লিসনিং (পর্ব-৫.৩)