হোম > শিক্ষা

জেগে ওঠো নতুন চেতনায়

ড. মাহবুবুর রহমান মোল্লা

প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে শুরু হলো নতুন বছর। তোমরা জেগে ওঠো নতুন চেতনা, নতুন উদ্দীপনায়। দেশের সব শিক্ষার্থীকে নতুন খ্রিষ্টীয় বছর ২০২৪-এর শুভেচ্ছা। নতুন শিক্ষাবর্ষ, নতুন ক্লাস ও নতুন অধ্যায়ে তোমাদের পদার্পণ শুভ, সুন্দর ও সুশৃঙ্খল হোক। নতুন বছর বিশ্বের সব মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক। নিরানন্দ, হতাশা ও যুদ্ধের ভয়াবহতা থেকে মানবজাতি মুক্তি লাভ করুক।

নতুন বছরের আগমনে শিক্ষার্থীরা গতানুগতিক প্রাচীর ডিঙিয়ে নতুন জীবনবোধে জাগ্রত হবে। এই পৃথিবী তোমাদের। পুরো বিশ্বকে মনের মতো গড়ে তোলার দায়িত্ব তোমাদের। অতএব, পেছনে ফিরে তাকানোর সময় নেই। নতুন শৃঙ্খলা ও নতুন চেতনায় জীবন গঠনের সময় এখন। সাড়া দিতে হবে নতুনের আহ্বানে।

নতুন সময়ের হাত ধরে মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসে। মানুষের পরিবর্তিত চিন্তার প্রভাবে পৃথিবী বদলে যাবে। আধুনিক পৃথিবীর সঙ্গে সমানতালে চলতে তোমাদেরও বদলে যেতে হবে। শিক্ষার্থীদের পাঠক্রমেও পরিবর্তন এসেছে। নতুন পাঠপরিকল্পনা শিক্ষার্থীদের নতুন করে গড়ে তুলতে আধুনিক চিন্তা-চেতনার কথা বলতে চেষ্টা করছে। একটি আনন্দঘন ও সৃজনশীল পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকশিত করার পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিকল্পনায় যথেষ্ট রদবদল করা হয়েছে এবং হবে। পাঠ প্রদান ও পাঠ মূল্যায়নের ধরন-ধারণ আর গতানুগতিক থাকছে না, অনেকাংশে হয়ে উঠেছে বাস্তবমুখী। আশা করছি, শিক্ষার এ ধারা অব্যাহত থাকলে শিশু-কিশোর শিক্ষার্থীরা অবাধে বিকশিত হতে পারবে। তারা মুক্তধারার মতো গতিশীল হয়ে উঠবে। নতুন পাঠক্রম শিক্ষার্থীদের উজ্জীবিত করবে, করবে স্বতঃস্ফূর্ত ও আনন্দিত। নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের জীবনের বাস্তব পরিমণ্ডল থেকে শিক্ষা পরিবেশন করবে, স্বাধীনভাবে চিন্তা করতে শেখাবে, তারা সৃজনশীল হয়ে উঠবে।

ড. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা